চাষে ব্যবহৃত কীটনাশকগুলির মধ্যে মাত্র ১% কীট দমন করতে লাগে । বাকী ৯৯% মাটি, পানি, বাতাশে দূষণ ছড়ায় । ঐ ১% কীটনাশক মাত্র ১৮% কীটকে দমন করতে পারে । বাকী ৮২% হয় প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফেলে, অথবা পালাবার পথ খোঁজে নেয় । আর এভাবে আমরা ক্ষেতের অনেক বন্ধু, যেমন অনুজীব, কেঁচো, মৌমাছি, মাছ, ব্যাঙ, কাঠবিড়ালী, পাখি , বিভিন্ন মৃতজীবি ও শিকারী প্রানীদের হারিয়ে ফেলেছি । এক কিছুর বিনিময়ে আমরা যা পাচ্ছি , তা হল বিষাক্ত খাদ্য।
বকশীগঞ্জে পুলিশের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
মতিন রহমান।জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,নাগরিক কমিটির সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী,সাংবাদিকসহ সর্বস্তরের জনতার সঙ্গে জেলা পুলিশের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে বকশীগঞ্জ থনা প্রাঙ্গন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত…
Read more