উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিন বৃষ্টির কারণে করোনা কালীন সময়ে বন্যা শুরু হয়েছে এতে করে অনেক মানুষ নতুন করে বিপাকে পড়েছে। অনেকের ফসল নষ্ট হয়ে গেছে।এইতো সেদিন নতুন ফসলের বীজ বপন করা হলো। অনেক পরিবারের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এমনিতেই অনেকেই কাজ হারিয়ে বাড়িতে তার উপর আবার এরকম অবস্থা তৈরি হওয়ায় বিপাকে পড়েছে জামালপুর সহ অনেক এলাকার মানুষ। গৃহপালিত প্রাণীদের খাদ্য সংকট তৈরি হয়েছে। অনেক রাস্তাঘাট ভেঙ্গে গেছে নিম্ন অঞ্চলের রাস্তা পানিতে ডুবে গেছে ।
স্বামী স্ত্রী একবেলা খেয়েও বেঁচে থাকতে পারবেন। কিন্তু কোলের শিশুদের খাবার জোগাড় করা নিয়ে চরম দুরবস্থায় পড়েছেন অনেক পরিবার।
অনেক বাঁধ হুমকির মুখে আবার কখনও খনন না করায় উত্তরের নদীগুলো সব ভরাট হয়ে গেছে। ফলে অতিরিক্ত বৃষ্টি এবং উজানে ভারত থেকে যে পানির ঢল এসেছে, তা এখানকার নদীগুলো ধারণ করতে পারেনি এবং অনেক নদীর বাঁধ ভেঙ্গে গেছে।”..
চলবে