মতিন রহমান
জামালপুরের বকশীগঞ্জে জুয়া খেলার সময় ১৩ জুয়াড়িসহ ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের শান্তিনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটক জুয়াড়িরা হলেন ১।মোতালেব (৪২) পিতা- মৃত হাকিম উদ্দিন, সাং-আইরমারি বটতলা,২। অহিজল (৫৫), পিতা- মৃত হবিবুর রহমান,সাং- আইরমারি বটতলা, ৩। নূর ইসলাম (৬০), পিতা- মৃত ফরহাদ আলী, সাং- আইরমারি বটতলা, ৪। তারা মিয়া (২৫), পিতা- মৌলভী মিয়া , সাং- আইরমারি বটতলা, ৫। নূরনবী (২০), পিতা- কফিল উদ্দিন, সাং- আইরমারি বটতলা, ৬।মোঃ দুলাল সরকার (৪৫), পিতা- মৃত ডাইবর,সাং- আইরমারি সরকার বাড়ী, ৭। রমজান খান(৩৮), পিতা- মৃত সোহবার হাজী, সাং- সাধুরপাড়া খানপাড়া,৮। মোঃ আলাউদ্দিন (৩৮), পিতা- শরাফত আলী, সাং- পূর্ব কামালের বার্ত্তী, ৯। মোঃ মিজানুর রহমান মিজান (৩৫), পিতা- তাজুল ইসলাম, সাং- সাধুরপাড়া মোল্লাপাড়া, ১০।মোঃ শরিফ (২৮), পিতা- মোঃ বাক্কি সরকার, সাং- আইরমারি সরকার পাড়া, ১১। দুলাল মিয়া (৫৯), পিতা- মৃত জমশেদ আলী, সাং- মালিরচর তকিরপাড়া, সর্ব থানা- বকশীগঞ্জ জামালপুর,১২।মহর উদ্দিন (৩৩), পিতা- মোঃ জয়মত আলী, সাং- কাউয়া পেচী গাজীর খামার, ১৩।মোঃ সুজন (৩৫), পিতা-মোঃ হান্নান, সাং- কুরুলিয়া কান্দা, উভয় থানা- শেরপুর সদর জেলা- শেরপুর।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে যা আরো জোরদার করা হবে।