মতিন রহমান-“আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন”’বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানে জামালপুর বকশীগঞ্জ থানার ৬ নং বিট নিলাক্ষিয়া ইউনিয়নের আয়োজনে বিট পুলিশিংয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিকালে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন এর উপস্থিতিতে ৬ নং নিলক্ষিয়া ইউনিয়নে বিট পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ওসি বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। অভিভাবকদের এ ব্যাপারে বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি উঠতি বয়সী ছেলে মেয়েদের গতিবিধি সম্পর্কে সবার্বক্ষণিক খোঁজখবর রাখার অনুরোধ করেন। তাদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল না দেওয়ার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাদক বিক্রেতা ও সেবনকারী, অপরাধী, আইন ভঙ্গকারীদের ব্যাপারে নির্ভুল তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাবাসীর প্রতি অনুরোধ জানান।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ।