জামালপুরের বকশীগঞ্জে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহদোর ভাইয়ের দুই সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনায় ওই এলাকায় চলছে শোকের ছায়া।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামের এই ঘটনা ঘটে। শিশু দুটির নাম মো.মাহীম (১১) ও সায়ুম (৭)। তালুকপাড়া এলাকার মো.আক্তারের হোসেনের ছেলে ও মো.মাহীম(১১) ও সহদোর ভাই খোকা মিয়ার পুত্র সায়ুম (৭)।
স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে পরিবারের সদস্যদের চোখ আড়াল করে শিশু মাহীম ও সায়ুম সহ কয়েকজন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সবাই পানিতে লাফ দিলে তারা দুজন পানিতে তলিয়ে যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে তারা দুজনই মারা যান।শিশু মাহিন হাসান ও সাইয়ুম হোসেন তারা পরস্পরের চাচাত জেঠাতো ভাই।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।