জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে মরহুম বদিউজ্জামান স্মৃতি স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ সেপটেম্বর) বিকালে সাধুরপাড়া ইউনিয়নে বালুগ্রাম ব্রীজ সংলগ্নে নৌকা বাইচ খেলাটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির কবির আলমাছ। উক্ত খেলাটি উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাধুপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসেম মোল্লা।
নৌকা বাইচ আয়োজক কমিটির সভাপতি মোঃ আবু কালামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আকবর বীন কবির প্রভাষক, সাধুরপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল রহমান জিয়া, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ন কবির,সাবেক ইউপি সদস্য শেক কামাল, ইউপি সদস্য শাহজাহানসহ আরো অনেকেই ।
নৌকা বাইচ খেলাটি বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের কয়েক হাজার মানুষ উপভোগ করেন।