মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ-জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৩ টায় পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামের ভুক্তভোগী আজাহার তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. আজাহার আলী বলেন, আমার পরিবারের সঙ্গে পাশ্ববর্তী মো. অহম আলীর ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরমধ্যে ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক অবৈধভাবে দখল করে রেখেছে।তিনি বলেন, অহম আলী ও তার ছেলে মিনাল মিয়া, রুবেল মিয়া স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ কথা বলতে পারে না।
জমির দখল নিয়ে কথা বলতে গেলে তারা উল্টো আমার পরিবারের নামে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে হত্যার হুমকিও দেন তারা।এমতাবস্থায় অহম আলীর কাছ থেকে জমি পুনরুদ্ধার পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে আজাহার আলী, তার চাচা রহমত আলী সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।