মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশা চালককে চেতনা নাশক প্রয়োগ করে অটোরিকশা চুরির সময় অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য মোতালেব হোসেন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোতালেব হোসেন ইসলামপুর উপজেলার ভাটিকামারি গ্রামের মৃত মৃত- আব্দুল হাই এর ছেলে।
জানা যায়, গত ২৪ ঘন্টায় বকশীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধানুয়া কামালপুর মৃধাপাড়া মোড় থেকে অটোরিকশা চালক মুস্তায়িন শেখ (৫০) কে চেতনা নাশক প্রয়োগ করে অটোরিকশা চুরির সময় অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য মোতালেব হোসেন( ৪০)কে গ্রেফতার করা হয়।
রোববার (১৬ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন।
তিনি জানান, গ্রেফতারকৃত মোতালেব হোসেন একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাহারা দীর্ঘদিন যাবত অসহায় খেটে খাওয়া মানুষের শেষ সম্বল ব্যাটারী চালিত অটোরিকশা-মিশুক বিভিন্ন কৌশলে চুরি করত। এসময় চোরাই অটোরিকশা জব্দ করা হয় এবং মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।