মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন রয়েছেন ও দুর্নীতি,অনিয়ম মুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিম।
তবে সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতিমুক্ত করার প্রচেষ্টার মধ্যেই একটি স্বার্থান্বেষী মহল তার পেছনে লেগেছে বলে অভিযোগ করেন তিনি।
জানা যায়, বকশীগঞ্জে দলিল লেখকদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে অফিস আদেশ জারি করায় সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিমের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচারে মেতেছে চক্রটি। ৯ নভেম্বর (বৃহস্পতিবার) বকশীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিম দুপুরে বকশীগঞ্জ দলিল লেখক সমিতি ও দলিল লেখকদের বিরুদ্ধে জমির ক্রেতা-বিক্রেতাদের কাছে চাঁদাবাজী,অতিরিক্ত ফি আদায় ও বিভিন্ন অনিয়ম তুলে ধরে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন। ওই দিন বিকালেই দলিল লেখকদের চাঁদাবাজী, অনিয়ম ও দুর্নীতি বন্ধে অফিস আদেশ জারি করেন। সাব রেজিস্ট্রারের এই সাহসী উদ্যোগ ও দূর্নীতির বিরুদ্ধে অফিস আদেশের পর সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে তাকে মানসিক ভারসাম্যহীন পাগল আখ্যায়িত করে কলম বিরতির ঘোষণা দেন বকশীগঞ্জ দলিল লেখক সমিতি।
বকশীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ফিরোজ মিয়া জানান,সাব রেজিস্ট্রার একজন মানসিক ভারসাম্যহীন পাগল মানুষ। তিনি যখন তখন সবার সাথে খারাপ আচরণ করেন।তিনি যতক্ষণ আছেন আমরা কোন দলিল লিখব না। অবিলম্বে তাকে সড়াতে হবে।
বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিম বলেন,দলিল লেখক সমিতি ও কতিপয় দলিল লেখক আমার নাম ভাঙ্গিয়ে সেবা গ্রহিতাদের কাছে চাঁদাবাজী ও দুর্নীতি করে আসছিলেন। আমি দলিল লেখক সমিতির দুর্নীতির প্রতিবাদ করায় তারা আমার উপর ক্ষুব্ধ হয়েছেন এবং আমাকে পাগল বলে আখ্যায়িত করেছেন আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে।আমি আমার সিদ্বান্তে অটল রয়েছি আমি যতদিন আছি জনস্বার্থ সংরক্ষণ করব এবং দুর্নীতি,অনিয়মের সাথে কোন আপোষ করবো না।