মতিন রহমান-জামালপুরের বকশীগঞ্জে তাসলিমা নামের এক গৃহবধূ একসঙ্গে তিনটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার গোওয়ালগাও মধ্যেপাড়া পিতার বাড়ীতে নরমাল ডেলিভাররী মাধ্যমে একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম দিয়েছেন তাসলিমা বেগম (২৮) নামে এক গৃহবধূ।
তাসলিমা বেগম বকশীগঞ্জ পৌরসভার গোওয়ালগাও মধ্যপাড়া এলাকার ইট ভাটার শ্রমিক নিল বাদশার মেয়ে ও পার্শবতী শ্রীবরদী উপজেলার রানীশিমুল মালাকুচা গ্রামের অটোরিকশা চালক হালিম মিয়ার স্ত্রী। একসঙ্গে তিন তিনটি কন্যা সন্তানের বাবা-মা হতে পেরে খুব খুশি হালিম-তাসলিমা দম্পতি। এই দম্পত্তির আগের ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
তিন সন্তান ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন প্রসূতির স্বামী অটোরিকশা চালক হালিম মিয়া।