মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আগামী ১২ ডিসেম্বর (মঙ্গলবার) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় বকশীগঞ্জ উপজেলায় ২৭ হাজার ১শত শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আজিজুল হক জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ২শত শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২৩ হাজার ৯ শত শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ ১৬৯টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী, স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল অভিভাবক, শিক্ষক ইমাম গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছেন তিনি।