ভালোবাসার মোতি
উদাসী ফাগুনে
গভীর নিশিতে খোলা জানালায়
এলোমেলো বাতাসের ঝাপটায়
ধুলি কনা, শুকনো পাতা
উড়ে এসে শুন্য শয্যা চুমে
কি যেনো বলতে চায়
আজ তার বারতা নিয়ে।
বড় ঘুমকাতুরে,উঠো ত্বরা করে
শত কথা জমে আছে বিরহী হৃদয়ে
পলাশ পাপড়ি খোঁপায় গুঁজে
প্রিয়তমা তোমার
এসেছে নদীর তীরে,
চুপিচুপি যেও,কেউ না জানে।
নৌকা বাধা আছে ঘাটে
তারে নিয়ে যেও নির্জন চরে
যেখানে আলো-ছায়া মাখামাখি
মায়াবী মেঘ ভাসে দুরের আকাশে
হাওয়ার টানে আলুথালু বসন
নিতে চায় খুলে
রূপোলী জোসনায় বালিকণা ঝিকিমিকি
তারারা জোঁনাকি জ্বালে।
ভোর হতেই উষার আলো
হেটে যেও অনেক দুর
পুবালি বাতাসে ফেনিল ঢেউ
আছড়ে পড়ে তৃণদলে
সাদা গাঙচিলের উড়াউড়ি
শুভক্ষণে,বুঝো মনের গতি
শুক্তি খুলে তুলে দিও তারে
তোমার ভালোবাসার মোতি।।
৩ জুলাই, শুক্রবার
সজবরখিলা,শেরপুর।