মতিন রহমানঃ- জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামালপুর-১ আসনের সংসদ সদস্য,পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার তারেক মাসুদ, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন ও সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক।এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পুলিশ কর্মকর্তা, বিজিবি, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।