মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রাজধানী টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ নভেম্বর (সোমবার) দুপুরে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যালয়ে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও রাজধানী টিভির বকশীগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটউট এর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সোহরাব হোসেন,পৌর কাউন্সিলর হারুন অর রশিদ,বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত সঞ্জয় দাস,এসআই তারেক মাসুদ,এসআই শরিফ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,ফায়ার সার্ভিসের লিডার হাসেম আলী,সিনিয়র সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক,সিনিয়র সাংবাদিক হায়দার আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম বাবু,বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিন রহমানসহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকার অনুমোদিত রাজধানী টিভি একটি বিশ্লেষণধর্মী তথ্য ও বিনোদনমূলক পূর্ণাঙ্গ টেলিভিশন।