মতিন রহমান। ‘আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ,বাল্যবিয়ে, ইভটিজিং, সাইবার ক্রাইম, পানিতে ডুবে মৃত্যু এবং আত্মহত্যার কুফল রোধ কল্পে বিট পুলিশিং পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খাঁন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, পুলিশ জনগণের বন্ধু। আপনাদের যে কোন সমস্যায় হলে থানায় আসবেন অথবা বিট পুলিশ কে জানাবেন।পুলিশ আপনাদের পাশে থেকে কাজ করতে চায়। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে মাদক, জুয়া, চুরি, অপরাধ কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।