জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়নে আনিছুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনিছুর রহমান বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র।
দেওয়াগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে,আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজ ঘরের কাঠের ধর্নার সাথে রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আনিছুরকে দেখতে পায় স্বজনরা। পুলিশ খবর পেয়ে ওই বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে আমরা তার মৃত্যুর কোনো কারণ জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।