জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের শহীদ পরিবারের সন্তান,কৃষক আবুল কাশেম দুলাল হত্যা মামলার প্রধান তিন আসামীর জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসামী আসাদুল্লাহ, মিস্টার আলী,ফরিদ ভাঙ্গার এই তিনজনের জামিন স্থগিতের আদেশ দেন। আসামীদের হাইকোর্ট থেকে জামিন আবেদন মন্জুর হয়। পরবর্তীতে বাদী পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করলে তাদের জামিন স্থগিত করা হয়।
গত ২৭ এপ্রিল বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে মোটরসাইকেলের চাপায় ছাগল আহত হওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের (টেঁটা) দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয় আলীরপাড়া গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে আবুল কাশেম দুলাল (৫০) । পরে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়ার পথে তিনি মারা যান। দুলাল খুনের ঘটনায় ওই দিনই আলীরপাড়া গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ও তার ভাই মোস্তাফিজুর রহমান বিপ্লব সহ ৬ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বকশীগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল নিহতের ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুকে প্রধান আসামী ও বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুমকে অন্যতম আসামী করে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে থানায় একটি খুনের মামলা দায়ের করেন।বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম ১২ জুন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে হাইকোর্ট থেকে তিনি জামিনে রয়েছেন।
মামলার বাদী রেজাউল করিম বলেন,তিন আসামির জামিন স্থগিত হওয়ায় অনেকটা স্বস্তি পাচ্ছি। এই খুনের সঙ্গে জড়িত চেয়ারম্যান মাসুম প্রমাণিকসহ সকল আসামীর জামিন স্থগিত করে অবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে।
আসামী আসাদুল্লাহ,মিস্টার আলী,ফরিদ ভাঙ্গা বর্তমানে জামালপুর জেলা কারাগারে রয়েছে।