
মতিন রহমান, বকশীগঞ্জ, জামালপুর। একাডেমিক নীতিমালা লঙ্ঘন করে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর জিন্নাহ বাজারে অবস্থিত ব্রাইট স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে বাট্টাজোর নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন রশিদের বিরুদ্ধে আনা অভিযোগও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজী কর্তৃক মামুন রশিদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিপত্র অনুযায়ী, নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য নিকটবর্তী অন্য একটি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দুই কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হয়। কিন্তু ব্রাইট স্কুলটি নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মাত্র ১৫০ গজের মধ্যে স্থাপন করা হয়েছিল, যা এই নিয়মের স্পষ্ট লঙ্ঘন।
এই নিয়ম লঙ্ঘনের কারণে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ব্রাইট স্কুলকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন রশিদ জানান, প্রশাসনিক নির্দেশ অমান্য করে স্কুলটি এখনও পরিচালিত হচ্ছে। তাই তিনি দ্রুত এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এই পদক্ষেপ স্থানীয় শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।