জামালপুরে রবিবার নতুন করে আরো ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৪২ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রবিবার জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষায় ১১ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার মাদারগঞ্জ উপজেলায় দুজন, সরিষাবাড়ীতে তিন জন, বকশীগঞ্জে একজন ও জামালপুর সদর উপজেলায় পাঁচজন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে পৌর সচিব, স্কুলশিক্ষিকা, কলেজছাত্র, মোবাইল কম্পানির শো-রুমের কর্মচারী, ব্যবসায়ী, ব্যাংকের পরিচ্ছন্নকর্মী ও গৃহিনীসহ সাধারণ পরিবারের সদস্য রয়েছেন।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস কালের কণ্ঠকে জানান, নতুন শনাক্ত ১১ জনসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৪২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৪৩২ জন এবং মারা গেছেন নয়জন। বর্তমানে ২০১ জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।