
জামালপুর,
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত চলমান জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলের উত্তেজনা তুঙ্গে। আগামী রবিবার, ঐতিহাসিক জামালপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক জামালপুর জেলা ফুটবল দল ও শক্তিশালী নেত্রকোনা জেলা দল।
টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে চরম উৎসাহ ও উত্তেজনা। স্থানীয় দর্শকদের আশা, হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে জামালপুর দল এবার জয়ের ধারা শুরু করতে পারবে।
প্রস্তুত দুই দল
দুই দলই টুর্নামেন্টের আগে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জামালপুর দলের কোচ জানিয়েছেন, “দল যথেষ্ট আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য শুধু জয় নয়, দর্শকদের জন্য একটি চমৎকার খেলা উপহার দেওয়া।”
অন্যদিকে, নেত্রকোনা দল ইতোমধ্যে তাদের গত ম্যাচে আক্রমণভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছে। এই ম্যাচেও তারা একই ছন্দ বজায় রাখতে চায়।
ম্যাচের সময় ও নিরাপত্তা ব্যবস্থা
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, ম্যাচটি রবিবার বিকেল ৩:৩০টায় শুরু হওয়ার কথা রয়েছে। স্টেডিয়ামজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকলেও নির্ধারিত গেট ও সময় মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় ফুটবলের জাগরণ
জাতীয় চ্যাম্পিয়নশীপকে কেন্দ্র করে জেলার ক্রীড়ামোদীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। অনেকেই বলছেন, “এমন আয়োজন ঘরে ঘরে ফুটবলের আগ্রহ ফিরিয়ে আনবে।”