আজ বিশ্ব সাইকেল দিবস। বিশ্বের সাইক্লিস্টদের জন্য বিশেষ দিন এটি। জাতিসংঘ কতৃর্ক ১২ এপ্রিল ২০১৮ অনুষ্ঠিত ৭২তম নিয়মিত অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ৩ জুন বিশ্ব বাই সাইকেল দিবস পালিত হয়ে আসছে। সারা বিশ্বে যাতায়াত ব্যবস্থায় সাইকেল এর গুরুত্ব অপরিসীম। সাইকেল দূষণ ও জ্বালানীমুক্ত বাহন।
শহরে তেমন না হলেও,দৈনন্দিন জীবনযাপনে সাইকেল গ্রাম-মফস্বলের বহু দিনের ভরসা। স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের পড়তে যাওয়া থেকে শুরু করে ব্যবসায়ীর কাজে যাওয়া—সব ক্ষেত্রেই সাইকেলের গুরুত্ব অপরিসীম। তবে করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতি আমাদের সাইকেলের সেই গুরুত্ব আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে…