মতিন রহমান- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার।
রবিবার(১ অক্টোবর) বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা ঈদগাহ মাঠে উন্মুক্ত আলোচনা সভা ও বিভিন্ন এলাকায় গণসংযোগ,উঠান বৈঠক ও পথসভা করেছেন ব্যারিস্টার সামির সাত্তার।
উন্মুক্ত আলোচনা সভায় ব্যারিস্টার সামীর সাত্তার বলেন,আমি আপনাদের মাঝে আসলেই আপনারা আমার পরিবারের কথা তুলে ধরেন আমার দাদা,বাবা,চাচা বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ মানুষের কল্যানে কাজ করেছেন,আমি পরিবারের ধারাবাহিকতা বজায় রাখতেই আপনাদের মাঝে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও দেশের মানুষ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে,চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন,এই বয়সেই আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আমার নিজের কোন চাওয়া পাওয়া নেই এখন আমি আপনাদের কল্যানে কাজ করতে চাই, আমার প্রতি বাবা,মা ও আপনাদের দোয়া রয়েছে আল্লাহ চাইলে আমি মনোনয়ন পাবো না পেলেও আমার কোন দুঃখ নেই আমি সর্ব অবস্থায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী,সাবেক প্রধান শিক্ষক নূর মুর্ত্তোজা মোল্লা, বকশীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মিজানুর রহমান,সাংবাদিক হেদায়েত উল্লাহ, কাউন্সিলর কামরুজ্জান সুজন,ঠিকাদার জুয়েল মিয়া, রিপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।