জামালপুরের বকশীগঞ্জে চলমান ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বদলি পরিক্ষা দেওয়ার অপরাধে পিযূষ কুমার মালাকার (২৭)কে ১ বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দন্ডিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী।
জানা যায় বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি পরিক্ষা চলাকালে মূল পরীক্ষার্থী সোলাইমান কবির (২৫) এর হয়ে প্রক্সি পরীক্ষা দেন পিযূষ কুমার মালাকার (২৭)।বদলী পরীক্ষা দেওয়ার অপরাধে তাকে জেল জরিমানা করা হয়। পিযূষ কুমার মালাকার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার নারায়ণ চন্দ্র মালাকারের ছেলে।