শেরপুরে ইন্টারনেট এর গতিবৃদ্ধি,ব্যান্ডউইথ বাড়ানো ও ইন্টারনেট পরিসেবার মূল্য কমানোর দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি প্রদান- এ আয়োজনের সাথে আমরা শেরপুর হেল্পলাইন পরিবার একাত্বতা জ্ঞাপন করছি এবং আপনাদের অংশগ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি।
স্থান:পৌর নিউমার্কেট চত্বর,শেরপুর।
তারিখ:২০ জুলাই,২০২০
রোজ:সোমবার
সময়:সকাল ১১:০০মিনিট
আয়োজনে : জনউদ্যোগ,শেরপুর