শেরপুর জামালপুর সড়ক পানির নিচে, ডাইভেশনে পানি চলে আসছে! অস্থায়ী দোকান বসা শুরু হয়ে গেছে, বিকাল নাগাদ আপনাদের সকল প্রকারের চাহিদা পূরন করার ব্যবস্থা হয়ে যাবে! ফুচকা, চটপটি, বাদাম বুটসহ আরও যা যা দরকার সব পেয়ে যাবেন! কার ঘরে পানি গেছে এগুলা দেখার কোন প্রয়োজন নেই, আপনার আগে আরেক জন ঘুরে আসবে, সেল্ফি তুলে আপলোড করবে! অসম্ভব! তবে অতি উৎসাহীরা সাবধান, প্রতি বছর দুই এক পিস করে পানি নিয়ে চলে যায়, পাওয়া যায় সুনকান্দায়! এ ছাড়া আর কোন চিন্তা নেই! লিশ্চিন্তে বেরিয়ে আসুন!