আরাফাত শিশির : আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী গণমানুষের নেতা জননেতা এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘১৪২, জামালপুর-৫ (সদর) আসন’ ব্যানারে শহরের স্টেশন রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিল পূর্বক আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহম্মেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে জামালপুর শহরের প্রতিটি ভোটকেন্দ্র কমিটির নেতৃত্বে পৃথক পৃথক খণ্ড মিছিল অংশ নেয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারেক রহমানের আগমনকে স্বাগত জানান। স্লোগানে মুখরিত ছিল— তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম এবং মামুন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
কর্মসূচিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ময়মনসিংহে তারেক রহমানের আগমনে জামালপুর-৫ আসনের ধানের শীষের প্রার্থী ওয়ারেছ আলী মামুনের পক্ষে প্রচার মিছিলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা



