মতিন রহমান, জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর আইরমারি বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন খাঁনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সোনা মিয়া ও সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমীন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কেন্দ্র কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতাই আগামী দিনের পথচলার প্রধান শক্তি।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।





