Sunday, September 24, 2023
Home জামালপুর সরিষাবড়ী জামালপুর জেলার দ্বিতীয় বৃহত্তম কলেজ সরিষাবাড়ী অনার্স কলেজ

জামালপুর জেলার দ্বিতীয় বৃহত্তম কলেজ সরিষাবাড়ী অনার্স কলেজ

জামালপুর জেলার দ্বিতীয় বৃহত্তম কলেজ সরিষাবাড়ী অনার্স কলেজ। জামালপুর জেলার গুরুত্বপূর্ণ উপজেলা সরিষাবাড়ী। শিল্প শহর হিসেবেও সরিষাবাড়ী অন্যতম। কেননা এ উপজেলায় এশিয়ার বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা ছাড়াও ৪টি জুট মিল্স যেখানে ৫/৭শত কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৭/৮ হাজার অল্প আয়ের শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছে ।

এ উপজেলায় ৫ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুসিত একটি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সরিষাবাড়ীর উপজেলা পরিষদ সংলগ্ন পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত সরিষাবাড়ী অনার্স কলেজ। অত্যন্ত মনোরম পরিবশে কলেজটি অবস্থিত।

Sarishabari College.jpg

১৯৬৭ সালের ১লা জুলাই প্রায় ১১ একর জমির উপর প্রতিষ্ঠিত কলেজের পরিপূর্ণ অবকাঠামো রয়েছে। সরিষাবাড়ী কলেজে ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষ থেকেই ডিগ্রী পর্যায়ের কোর্স চালু রয়েছে। এ কলেজের উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিএম, স্নাতক,স্নাতক সন্মানসহ ৪৫টি বিষয়ে পাঠদান করা হয়ে থাকে। এছাড়া কলেজে বর্তমানে বাংলা, সমাজ বিজ্ঞান ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এবং  রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন লাভ করেছে। বর্তমানে এ কলেজে সব মিলে প্রায় সাড়ে ৪ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। কলেজে বর্তমানে ৮৭ জন সুদক্ষ শিক্ষক-কর্মচারীও রয়েছে। এ কলেজে ৩টি দ্বিতল ভবন, ২টি হাফ বিল্ডিং, ১টি অধ্যক্ষের অত্যাধুনিক বাসভবন, ১টি চার‘শ ফুট লম্বা (হাফ বিল্ডিং) ছাত্রাবাস, বিশাল গ্রন্থাগার, মসজিদ এবং পাশেই রয়েছে বিশাল খেলার মাঠ। এদিকে কলেজ ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার বিশাল বৃক্ষের সমাহার। যার ফলশ্রুতিতে সরিষাবাড়ী কলেজ বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীরূ পদক লাভ করেছে। অপরদিকে ১টি ঘাট বাধাঁনো বিরাট পুকুরসহ ২টি পুকুর এবং পাশেই শহীদ মিনার কলেজ ক্যাম্পাসকে আরও মনোরম করে তুলেছে। এছাড়াও রয়েছে কলেজের রোভার স্কাউট, বিএনসিসি ও ক্রীড়ায় জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর। কলেজ জাতীয়করণের যাবতীয় শর্ত যথাযথ থাকা সত্ত্বেও এলাকাবাসীর অন্যতম দাবী আজও বাস্তবায়ন হচ্ছেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

বকশীগঞ্জে এক ব্যক্তি ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়নে আনিছুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনিছুর রহমান বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া...

বকশীগঞ্জে নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে নিখোঁজের ৪ ঘন্টা পর বাড়ীর পাশে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে । উদ্ধারকৃত নারী...

বকশীগঞ্জে বদলি পরিক্ষা দেওয়ার অপরাধে ১ বছরের জেল জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে চলমান ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বদলি পরিক্ষা দেওয়ার অপরাধে পিযূষ কুমার মালাকার (২৭)কে ১ বছরের জেল ও পাঁচ হাজার টাকা...

বকশীগ‌ঞ্জে ক্ষুদে ডাক্তার কার্যক্রমের শুভ উদ্বোধন

সারাদেশের ন্যায় জামালপুরে বকশীগ‌ঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমপর্যায়ের মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন...

Recent Comments

error: Content is protected !!