মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে নিলাক্ষিয়া ইউনিয়নে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে হামিদুর রহমান (২৬) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ মে) রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বুধবার (১৪ মে) রাতে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহত হামিদুর রহমান পাগলাপাড়া গ্রামের জুহুরুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে হামিদুর রহমান ইজিবাইক চালিয়ে শহর থেকে বাড়িতে আসেন। রাত ১০ দিকে ইজিবাইকটি চার্জে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা পাগলাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদ জানান আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।