মতিন রহমান॥ জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযানে দুইশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসেম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-১।
বুধবার (৩০ এপ্রিল ) সকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিন কামালপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনাস্থলে আবুল হাসেমের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে দুইশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আবুল হাসেম উপজেলার বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের মৃত আজিজল হকের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী দক্ষিন কামালপুর পাকা ব্রিজের উপর থেকে মাদক ব্যবসায়ী আবুল হাসেম (৪০) কে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে দুইশ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে জেলা গোয়েন্দা শাখা ডিবি-১ । অভিযানে নেতৃত্ব দেন ডিবি-১এর এস আই আসাদুজ্জামান ও এস আই সুমন চন্দ্র সরকার।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি-১ অফিসার ইনচার্জ নাজমুস সাকিব জানান, আসামীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। আবুল হাসেমকে জামালপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।