মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের টিকরকান্দি তার নিজ বাড়ীতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজার নামাজ আজ রাত সাড়ে নয়টা সময় টিকরকান্দি হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প অর্পণ করা হয়।
বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলীসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বৃহস্পতিবার হার্ট স্ট্রোক করে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সকাল ৯ ঘটিকা সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে ও ৪ মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।