মতিন রহমান। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন এই শ্লোগান সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে মাদক,জুয়া ও বাল্যবিবাহ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে পৌর এলাকার চরকাউরিয়া মাঝপাড়া জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম । পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুর ইসলাম তোতা, বকশীগঞ্জ দলীল লেখক সমিতির সাবেক খন্দকার আলী হাসান খোকা, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মাজেদ, ৮ নং ওয়ার্ড বিট পুলিশং এর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি,সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ, সাবেক দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য নুর আলম, জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা’আদ আহম্মেদ রাজু, বকশীগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন,বাবু, লিমন সরকার সুজনসহ অনেকেই । এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিট পুলিশিং এর কার্যক্রম চলছে। অভিভাবকদের এ ব্যাপারে বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয় ও উঠতি বয়সী ছেলে মেয়েদের গতিবিধি সম্পর্কে সবার্বক্ষণিক খোঁজখবর রাখার অনুরোধ করা হয়। তাদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল না দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মাদক বিক্রেতা ও সেবনকারী, অপরাধী, আইন ভঙ্গকারীদের ব্যাপারে নির্ভুল তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়।