মতিন রহমান।জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,নাগরিক কমিটির সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী,সাংবাদিকসহ সর্বস্তরের জনতার সঙ্গে জেলা পুলিশের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে বকশীগঞ্জ থনা প্রাঙ্গন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম(সেবা),বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস‘) সোহেল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী,বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর,পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাস মালিক সমিতির সভাপতি বিপ্লব সওদাগর, হিন্দু সম্প্রদায়ের নেতা ডা. সিদ্বেশ্বর সাহা,নাগরিক কমিটির প্রতিনিধি মিজানুর রহমান তালুকদার,শিক্ষক প্রতিনিধি কৃষিবিদ আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন,শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম, ব্যাবসায়ী নেতা আব্দুল হামিদ, সাংবাদিক কাফি পারভেজ, প্রমুখ।
এ সময় জেলা ও বকশীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) বলেন,পুলিশ ও নাগরিক নিরাপত্তা কমিটি সেতু বন্ধন হিসাবে কাজ করবে। কমিটির প্রধান লক্ষ্য হবে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা বাড়ানো। পুলিশ সদস্য ও কমিটির সদস্যদের সমন্বয়ে হানাহানি, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার মাদক, ইভ টিজিং সমস্যা নিরসনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় জনসাধারণের জীবন, সম্পদ, স্থাপনাসহ এলাকার শান্তিশৃঙ্খলা নিয়মিত তদারক করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।