মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জনসচেতনতা ব্যাতিত দুর্নীতি দমন কোন ক্রমেই সম্ভব নয় এই বিষয় নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দুদকের আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় হল রুমে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশ নেন বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ও আইড়মারী উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন হয় বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় দল। রানার্স আপ হন আইড়মারী উচ্চ বিদ্যালয় দল।

জামালপুর জেলা ও শেরপুর জেলার উপ-পরিচালক মলয় কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, দুদকের উপ সহকারী পরিচালক আতিউর রহমান, বকশীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক এম শাহীন আল আমীন।

অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!