মতিন রহমান। “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বকশীগঞ্জ থানার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খাঁনের সভাপতিত্বে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।
পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে ইভটিজিং, জুয়া, সন্ত্রাস ও মাদক নির্মূল, অপমৃত্যু এবং ধর্ষণ বিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে নিয়মিত মনিটরিং করছেন জেলা পুলিশ।
প্রভাষক মুতাসিম বিল্লাহ রুবেল ও তার মেয়ে মুহতারেমা বিল্লাহ অদ্রির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, বকশীগঞ্জ কমিউনিটির পুলিশং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, জামালপুর ডিবি- ২ ওসি সোহেল রানা, বকশীগঞ্জ থানার তদন্ত সঞ্চয় কুমার সাহা নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্যব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।