মতিন রহমান। পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেছেন জামালপুর জেলা পুলিশ নারী কল‌্যাণ সমিতি (পুনাক)।

আজ সোমবার (৮ এপ্রিল) বিকাল ৫ টার সময় বকশীগঞ্জ আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয় প্রাঙ্গনে জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শিক্ষালয়ের ৫০ জন সুবিধাবঞ্চিত হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সানজিদা হক মৌ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সানজিদা হক মৌ, জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম,শিক্ষক বাবুল মিয়া প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী সহ পুলিশের পদস্থ কর্মকর্তা, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ উপহার সামগ্রী পেয়ে প্রতিবন্ধীরা জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সানজিদা হক মৌ কে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!