ভীতু মুক্তিযোদ্ধা , খেতাব নেই কোন ;নাম আবুনেওাজ , পুরুটা বলতে ভয়, পাছে লোকে মন্দ কয়। সনদ তুলিনি, পোড়ানো বাড়ীর গন্ধ শুকিনি ; যদি কিছু নিতে হয় , মনটা হীন হয়। অধ্যাপক ছিলাম, ১১ মাষের বেতন পেয়েছি , ৭ বছর পর তার বেশী বকেয়া ছেড়েছি। বিদেশে চাকরি করেছি , দেশে অর্থ এনেছি ! বিশ্ববিদ্যালয় গড়েছি, মা ‘ এঁর নামে মহিলা কলেজ দিয়েছি । বিদ্যার মানে ,মন্ত্রানালয়ের ঘ্রাণে লজ্জায় মরেছি।
হাজার পদ পদবীর দাপটে , তেলের ধারার বাহারে ফিরলাম ঘরে। ভাবলাম হাজার বছরের লালিত স্বপ্নে গড়বই এ দেশ, বিশ্বের সেরা হবেই আবশেষ।কি নেই মোদের ? সুফলা জমি , পানির ধারা, বৃষ্টির ঝাড় , পশু, পাখি ,মাছ , গাছপালা বাঁশ ! সব কিছু উপচায়ে খেটে খওয়া মানুষ; হাঁসি খুশী অল্পে তুষ্টি! ঘুড়ে দাঁড়াতেই হবে; নিতে হবে শিক্ষা , করোনার দীক্ষা ! ‘ সবার উপর মানুষ সত্য ,তাহার উপর নাই ‘। আর বিদেশ বিদেশ নয় , কর্ম সংস্থান করতে হবে দেশেই। সব রোগ বালাই নিয়ে করতে হবে বাস। প্রতিরুধ ক্ষমতা করতে হবে বলিয়ান। স্বাস্থ্য সন্মত আবাস, ভেজালমুক্ত খাবার, নির্মল বায়ু , সহনীয় শ্রম, বিশ্রাম , এলাকাভিত্তিক শিক্ষালয় , দুর্নীতিমুক্ত সেবা, সুষম খাদ্য ; ভেজাল বিহীন ঔষধ ! করোনা পালাবে। নিরস্ত্র আক্রান্ত শহিদ ,গাজি ; সবার মঙ্গল কামনা করি। আমরা যেন অহেতুক কাউকে অপমান না করি; সৃষ্টির শ্রেষ্ঠতাকে লজ্জিত না করি।
একজন প্রকৃত মুক্তিযোদ্ধার কিছু কথা
Sourceফেসবুক থেকে নেওয়া