জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে রান্না ঘর থেকে গোলাপ ফুল বেগম (২২) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ অক্টোবর বৃহস্পতিবার বিকালে সাধুরপাড়া ইউনিয়নের নিলের চর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত গোলাপ ফুল বেগম সাধুরপাড়া ইউনিয়নে নিলের চর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার দেওয়াগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী জানান,স্থানীয়রা বৃহস্পতিবার বিকালে পুলিশকে খবর দিলে। পুলিশ গিয়ে রান্না ঘরের মেঝে থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহটি ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।তবে গলায় একটি দাগ রয়েছে।