জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে নিখোঁজের ৪ ঘন্টা পর বাড়ীর পাশে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে । উদ্ধারকৃত নারী গোলাপ ফুল বেগম (৫১) বাট্টাজোড় ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামের করিম মিয়ার স্ত্রী।

পরিবারের বরাদ দিয়ে জনা যায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে গোলাপ ফুল বেগমকে খোঁজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজাখঁজির পর রাত ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে তার লাশ দেখতে পায় স্বজনরা। গোলাপফুল বেগম দীর্ঘ দিন থেকে অসুস্থ ছিলেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা জানান আমরা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!