জামালপুরের বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড সাময়িক স্থগিত করা হয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের চিঠিতে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিনকে বকশীগঞ্জ পৌরে আওয়ামী লীগের কমিটির সাংগঠনিক কর্মকান্ড সাময়িক স্থগিত করতে বলা হয়েছে। গত ১৬ আগষ্ট উপজেলা আওয়ামী লীগকে অবহিত না করে বিতর্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করে দলের মাঝে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা করেছেন। সেই অনুষ্ঠান স্থগিত করার জন্য আপনাকে ১৬/০৮/২০২৩ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও আপনি সেই অনুষ্ঠানটি করেছেন। আপনার এই কর্মকান্ড সংগঠনের ঊর্ধ্বতন শাখার নেতৃত্বের নির্দেশনা অবজ্ঞা করার একটি অপচেষ্টা মাত্র। পরবর্তীতে আপনি বিগত ১৮/০৮/২০২৩ ইং তারিখে আপনাকে দেওয়া নোটিশের জবাবে বলেছেন, উপজেলা কমিটির নির্দেশনা আপনি অনুষ্ঠান সম্পন্ন করার পর পেয়েছেন এবং যদি সেটি অনুষ্ঠান শুরুর পূর্বে পেতেন তবে সেই অনুষ্ঠান অবশ্যই স্থগিত করতেন বলে স্বীকার করেছেন। এই জবাবের বিষয়ে উপজেলা আওয়ামী লীগ মনে করে আপনি অত্যন্ত সচেতনভাবে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন ও এই জবাব সন্তোষজনক নয়। সেই সাথে বিগত ১৫ আগষ্ট তারিখে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভাতেও আপনিসহ আপনার কমিটির কেউই অংশগ্রহণ করেন নাই। এটি দলের ঊর্ধ্বতন শাখার প্রতি আপনার কমিটির আনুগত্যহীনতার বহিঃপ্রকাশ। উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৬২(১) নং ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ পৌর শাখার বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ অনেক পূর্বেই উত্তীর্ণ হয়েছে। এমতাবস্থায়, আপনার কমিটির সাম্প্রতিক সাংগঠনিক তৎপরতার মাঝে ঊর্ধ্বতন শাখার আদেশ ও দিকনির্দেশনা প্রতিপালনে অবজ্ঞা প্রদর্শন এবং দলে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি অপতৎপরতার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় সংগঠনের সার্বিক স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ, বকশীগঞ্জ পৌর শাখা কমিটির সকল সাংগঠনিক কর্মকান্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো। বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত প্রদান করা হইবে।