সবুজ গায়ে জন্ম আমার সবুজ আমার মন।তাইতো আমি সবুজ নিয়ে ভাবি সারাক্ষণ। সবুজ শিক্ষা আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। বাড়ির সামনেই সারিসারি গাছ আর ফসলের মাঠ। বাবার সাথে ফসলের মাঠে কাজ করেছি খুব আনন্দ নিয়ে। সবজির বাগানের যত্ন নিয়েছি ফুলের বাগান করেছি মায়ের সাথেই। বাবা কৃষক পরিবারে সন্তান উত্তরাধিকার সূত্রে আমিও কৃষক। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা নিয়েছি। মাধ্যমিক শিক্ষা নিতে ৪ কিলোমিটার পথ পেরিয়ে শহরতলীর স্কুলে ।তারপর উচ্চ মাধ্যমিক শিক্ষা জেলা শহরের বিশ্ববিদ্যালয় কলেজে। বিশ্বাবদ্যালয় উচ্চতর শিক্ষা নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।একাডেমিক শিক্ষার সাথে স্বশিক্ষা হিসেবে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে অধ্যয়ন চলমান। বাবা দুরের স্কুল শিক্ষক থাকায় সপ্তাহের বাজার আমি ছেলেবেলা থেকেই শিখেছি। বাজার সামগ্রী কিনে এনেছি এবং নিজেদের উৎপাদিত কৃষি পন্য বিক্রিও করেছি।
প্রকৃতিগত ভাবেই প্রাকৃতিক স্বভাব অর্জ৭নের অংশ হিসেবে আমার সংগঠন চর্চা শুরু। এখন ও আমাদের উঠোনে পারিবারিক পুষ্টি বাগানে ফসলের হাসি ফুটে ওঠে।এতশত লিখছি কারন একজন উদ্যোক্তা হয়ে উঠার কথামালা গাঁথবো আর সবুজ কখন বাসা বাধলো এই গল্পটচা রচনা করার চেষ্টা করবো…
চলামান…