থুথু করোনাসহ বহু রোগ ছড়ায়।
‘থুথু অনেক রোগের কারণ/যেথা সেথা ফেলা বারণ’ রেলস্টেশন বা সরকারি দফতরে সচেতনতামূলক এমন বার্তা দেখা যায় প্রায়ই। কিন্তু যেখানে সেখানে থুথু ফেলে রাস্তা ও দেয়াল নোংরা করার দৃশ্য চোখে পড়ে অহরহ। চিকিৎসকদের মতে, মানুষের থুথুতে অনেক রোগ-জীবাণু থাকে, তাই এটা নিয়ন্ত্রণ করা জরুরি। যত্রতত্র থুথু ফেললে আইন করে শাস্তির বিধান করা হলেও সেটা কাগজে সীমাবদ্ধ। বাস্তবে এ আইনের প্রয়োগ নেই। কিন্তু নিজেদের সুস্থতার স্বার্থে যত্রতত্র থুথু ফেলা বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা।
‘যত্রতত্র থুথু ফেলার কারণে পরিবেশ নোংরা হয় এবং রোগজীবাণু ছড়ায়। থুথুর ওপর মশা বা মাছি বসে। পরে ওই মশা বা মাছি খাবারের ওপর বসলে জীবাণু ছড়ায়। থুথুর মাধ্যমে যক্ষ্মারোগের জীবাণু ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। থুথু শুকিয়ে বাতাসের মাধ্যমে জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। ফলে মানুষ শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগসহ যেমন ব্রংকাইটিস,অ্যাজমা ইত্যাদিসহ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়।’