বিধবা বাসনা হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য ‍উদঘাটন করেছে জামালপুরের বকশীগঞ্জ থানা-পুলিশ। এই সময়ের মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে,আসামী হত্যাকান্ডের ঘটনা নিজেই ঘটিয়েছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। 

শনিবার (৩০ ডিসেম্বর) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মোঃ রহিদুল মিয়া (৪০)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আসামী মোঃ রহিদুল মিয়া (৪০)কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হক ও মাতা-রশিদা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার(২৯ ডিসেম্বর) জমিজমার বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে মোছাঃ বাসনা (৩২)কে তার বৈপিত্রেয় ভাই লোহার হাতুড়ি দিয়ে মাথায় পিটাইয়া গুরুতর জখম করে এসময় ভিকটিম বাসনা ঘটনাস্থলে মৃত্যু বরন করে।বাসনা ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুরগাও গ্রামের মৃত বাদশা আলীর মেয়ে। জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান, পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার,এবং তদন্তকারী কর্মকর্তা এসআই( নি:) মো: তারিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২৪ ঘন্টায় একজন বিধবা নারীকে হত্যার মূল রহস্য উদ্ঘাটন করতে সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!