তোমাকে না দেখার কষ্টে হয়ে গেছি এক বিষণ্ণ পাহাড়
নীরব দহনের সাথে আত্মীয়তা করে আমি অঙ্গার
কতটুকু বিষে একটি মানুষ মরে মরে হয় পিরামিড
তুমিতো ভুলে থাকতে পারো; তুমি অসম্ভব পারিবারিক
প্রেমের হাতটুকু বাড়িয়েই শামুকের খোলসে লুকাও
চাতুরী, ছলনা না ভয় তোমার বুঝিনা; নির্বাক ভাবী
ব্যাকরণিক সূত্রে তুমি প্রেমিকা; সন্ত্রস্ত অভিসারী
পারিবারিক সূত্রে প্রতিরাতে ধ্বনিত হয় তোমার শীৎকার
একটু ভেবে দেখো; তুমি সিক্ত শান্ত শীতল পরশে যুক্ত পিপাসায় কাতর চাতক দরিয়ার পানি পানে অনভ্যস্ত
আমি কাম নয় প্রেমের বন্ধনে তোমাকে চেয়েছিলাম
অবশেষে দেখলাম কাম ছাড়া তোমার কাছে প্রেম অচল
আমিও কামুক পুরুষ জলে জলে জলকেলি করি
আমিও কামুক পুরুষ বাহুডোরে আঁকতে পারি বন্ধন
আমিও কামুক পুরুষ বর্ষায় হতে পারি দুর্বার বসন্ত
অনিবার্য কারণে আমি তোমার সাথে থাকতে পারি না
কারণ তুমি পারিবারিক; আমি বিশ্বপ্রেমিক সন্ন্যাসী
নিশি : ০১:২৬।। শুক্রবার০১ শ্রাবণ ১৪২৮১৬ জুলাই ২০২১