মতিন রহমান।। পরিকল্পনা মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি বলেছেন নিজেদের মধ্যে মান-অভিমান ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে নৌকার প্রার্থী জননেতা নূর মোহাম্মদকে বিজয়ী করে আবারও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নূর মোহম্মদের বাসভবনে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম এর সভাপতিত্বে,মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি, বিশেষ অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ নুর মোহাম্মদ।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়ুমের, সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন তালুকদার বাবুল,পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম,ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুবায়ের হোসেন হিটলার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!