জি.বি.এম রুবেল আহম্মেদ। । মাদারগঞ্জ

বাহাদুরাবাদ ঘাট যমুনা নদীর পানি ফের বৃদ্ধি পাওয়ায় বিপদসীমা অতিক্রম করেছে আবারও। দুর্ভোগে পড়েছে প্রায় লক্ষাধিক সাধারণ মানুষ। বন্যাকবলিত মানুষের মধ্যে কয়েকদিন যাবৎ খাদ্য নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। ডুবে গেছে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট সহ শিক্ষা প্রতিষ্ঠান। গবাদিপশু, ঘর-বাড়ি ও শিশু বাচ্চা নিয়ে ভোগান্তিতে রয়েছে পানিবন্দি মানুষ। সেসাথে রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছে শিশুরা। একাধারে করোনা ঝুঁকি অন্যদিকে বন্যা। এ নিয়ে সবাই আতঙ্ক ও হতাশায় ভোগছেন। জামালপুর জেলার প্রায় সবকটি উপজেলার সকল ইউনিয়ন পানিবন্দি হয়েছে। সরকারিভাবে ত্রাণ বিতরণ করলেও চাহিদা মিটছে না কারো এবং সবার কাছে ত্রাণ পৌঁছছে না- এমনটাই জানিয়েছেন বন্যাকবলিত মানুষগুলো। গত শনি-রবিবার পানি সামান্য কমলেও ফের আজ থেকে মুষলধারে অতিবৃষ্টির সাথে সাথে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় হতাশায় পড়েছে সকল মানুষ। আশ্রয় নিচ্ছেন রাস্তা-ঘাট ও উঁচু কোনো জায়গায়। মাদারগঞ্জ উপজেলার পৌরসভা সহ ৭টি ইউনিয়নই পানিবন্দি। ঘর-বাড়ি সহ ডুবে গেছে যাতায়াত করার প্রায় সবকটি পথ। ক্ষতি হচ্ছে নতুন নির্মিত রাস্তা-ঘাট, কালভাট, ব্রীজ ও প্রতিষ্ঠান । অন্যান্যবারের তুলনায় সরকারি ত্রাণ ব্যতিত কোনো সংস্খা ও ব্যক্তিগত উদ্যোগে কোনো ত্রাণ সামগ্রী পাচ্ছেন না বানিবন্দি মানুষ। আর এ পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষ গুলো ত্রাণ সামগ্রীর আশা করছেন।

ছবিঃ ঊর্মিবাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!