আরাফাত শিশির :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শরিফপুর বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।






