চাষে ব্যবহৃত কীটনাশকগুলির মধ্যে মাত্র ১% কীট দমন করতে লাগে । বাকী ৯৯% মাটি, পানি, বাতাশে দূষণ ছড়ায় । ঐ ১% কীটনাশক মাত্র ১৮% কীটকে দমন করতে পারে । বাকী ৮২% হয় প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফেলে, অথবা পালাবার পথ খোঁজে নেয় । আর এভাবে আমরা ক্ষেতের অনেক বন্ধু, যেমন অনুজীব, কেঁচো, মৌমাছি, মাছ, ব্যাঙ, কাঠবিড়ালী, পাখি , বিভিন্ন মৃতজীবি ও শিকারী প্রানীদের হারিয়ে ফেলেছি । এক কিছুর বিনিময়ে আমরা যা পাচ্ছি , তা হল বিষাক্ত খাদ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!