সবার জন্য শুভ কামনা
বাগান করা তাঁর শখ। বাসার বারান্দায় ফুলের বাগান করেছেন। সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন খেয়াল করলেন কয়েকটি গাছ নেতিয়ে পড়েছে। ভাবনায় পড়লেন, কিন্তু সমাধান বের করতে পারলেন না। কী মনে করে ফেসবুকে ‘বাগান’ লিখে সার্চ দিলেন। একটি ফেসবুক গ্রুপের সন্ধান পেয়েও গেলেন। গ্রুপে যুক্ত হওয়ার আবেদন করলেন। সদস্য হওয়ার পর যে গাছগুলো নেতিয়ে পড়েছে, সেগুলোর ছবি তুলে আপ করলেন। জানতে চাইলেন, কেন এটা হচ্ছে? সমাধান কী?
চলবে…