Mohsina Mousumi‎ to 💝💝 জীবনের গল্প ❤❤

বন্যার পানিতে তাদের বাসস্থান ডুবে যাওয়ায় আশ্রয় নিয়েছিল পার্শ্ববর্তী ঝোঁপঝাঁড়ে।
কিন্তু বন্যা থেকে বাঁচলেও সৃষ্টির নিকৃষ্ট জীব মানুষ তাদের বাঁচতে দেয়নি।
আনন্দের সাথে শিশু,কিশোর সাথে নিয়ে পিটিয়ে হত্যা করেছে ১৯ টি শিয়াল আর ১ টি গন্ধগোকুল।

যে শিশুদের সাথে নিয়ে মারা হল তারা যখন বড় হয়ে বাপকে পিটাবে তখন হয়তো আমরাই বলব, ‘কত খারাপ সন্তান’। কিন্তু মানবিক হওয়ার শিক্ষা যে বাপ দেয়নি তা বলবনা।

স্থান: জামালপুরের দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!